মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য কিছু প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ প্লাগিন্স

ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য কিছু প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ প্লাগিন্স
Essential and Important Plugins for WordPress Blog


আমরা যখন ওয়ার্ডপ্রেস ব্লগ সেট-আপ দেই তখন আমাদেরকে ওয়ার্ডপ্রেস ব্লগে কিছু প্রাথমিক প্লাগিন্স ইন্সটল এবং কনফিগার করার দরকার হয়। এই প্লাগিন্সগুলো যে শুধুমাত্র প্রাথমিক তা কিন্তু নয়, এইগুলো ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য অনেক গুরুত্ব বহন করে
আমরা যারা ওয়ার্ডপ্রেস নতুন ব্যবহার করা শুরু করেছি বা করবো বলে ভাবছি তারা হয়তো জানেনা না যে  প্রথমেই কোন প্লাগিন্সগুলো ইন্সটল দেওয়া দরকার। তাই আজকের পোষ্টটি তাদের জন্য। আর এই প্রাথমিক প্লাগিন্সগুলোর প্রায় সবগুলোই আপনি ফ্রিতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য প্রাথমিক এবং গুরুত্বপূর্ন কিছু প্লাগিন্স
. আকিসমেট
ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ন প্লাগিন হচ্ছে আকিসমেট। লক্ষ-লক্ষ ব্লগের মালিক এবং ওয়েবমাষ্টাররা তাদের ব্লগকে স্পাম কমেন্ট থেকে নিরাপদ রাখার জন্য এই প্লাগিনটা ব্যবহার করে থাকেন। এটি একটি ফ্রি প্লাগিন, তাই যে কেউই এই প্লাগিনটা ব্যবহার করতে পারেন। বাই ডিফাল্ট হিসেবে এই প্লাগিনটা ইন্সটল দেওয়া থাকে। আপনাকে শুধু মাত্র এই প্লাগিনটা একটিভ করতে হবে একটি .পি.আই. কী এর সাহায্যে, যা আপনি ফ্রিতে পাবেন। বিস্তারিত এইখানে দেখুনDescription: Akismet
. ওয়ার্ডপ্রেস এস... বাই ইয়োষ্ট
ওয়ার্ডপ্রেস এস... বাই ইয়োষ্ট হচ্ছে এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় এস... প্লাগিন যা প্রায় সকল ওয়েবমাষ্টাররাই ব্যবহার করেন। এই প্লাগিনের সাহায্যে খুব সহজেই আপনি আপনার ব্লগের এস... স্কোর বাড়াতে পারবেন যা সার্চ ইঞ্জিন থেকে অনেক ভিজিটর পেতে সাহায্যে করবে। এই প্লাগিন অন-পেজ এস... এবং অফ-পেজ এস... জন্য উপকারী। এর সাহয্যে প্রত্যেকটা পেজ এবং পোষ্ট এর জন্য অপ্টিমাইজ টাইটেল, মেটা ডিস্ক্রিপশন, মেটা কীওয়ার্ড এবং ফোকাসিং কীওয়ার্ড দিতে পারবেন যা অন-পেজ এস... এর জন্য অনেক গুরত্বপূর্ন।Description: WordPress SEO by Yoast
. জেটপ্যাক বাই ওয়ার্ডপ্রেস.কম
জেটপ্যাক হচ্ছে ওয়ার্ডপ্রেস এর  চমৎকার একটি অফিশিয়াল  প্লাগিন। এই প্লাগিনের রয়েছে অনেক সুন্দর সুন্দর ফিচার যার সাহায্যে খুব সহজেই আপনি আপনার ব্লগকে আরো ভালোভাবে সাজাতে পারবেন এবং ইউজার ফ্রেন্ডলী করতে পারবেন
জেটপ্যাক এর কিছু ফিচার
  • ব্লগের ভিজিটরের পরিসংখ্যান
  • নোটিফিকেশন বার
  • রিডার সাবস্ক্রাইবিং ফিচার
  • পোষ্ট লাইক অপশন
  • পোষ্ট বাই ইমেইল
  • পোষ্ট শেয়ারিং অপশন
  • স্পেলিং এবং গ্রামার চেকিং
  • কাস্টম সি.এস.এস. সহ আরো অনেক কিছু
  • ডাউনলোড লিঙ্ক
. ডব্লিউ-থ্রি টোটাল ক্যাশে
ডব্লিউ-থ্রি টোটাল ক্যাশে একটি জনপ্রিয় ক্যাশে প্লাগিন যা খুব সহজেই আপনার ব্লগের লোডিং স্পীড কমাতে সাহায্যে করবে। এর সাহায্যে আপনি আপনার ব্লগকে আরো বেশী ইউজার ফ্রেন্ডলী করতে পারবেন। শুধুমাত্র এই প্লাগিনটা ইন্সটল দিন এবং টিউটোরিয়াল দেখে কনফিগার করে নিন। মনে রাখবেন, যদি সঠিকভাবে কনফিগার না করেন তাহলে হিতে-বিপরীত হতে পারে।Description: W3 Total Cache
. কন্টাক ফর্ম
ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য কন্টাক পেজ অনেক গুরুত্ব বহন করে। অনেকেই তাদের ব্লগের জন্য ফ্রি থিম ব্যবহার করে থাকেন এবং বেশীরভাগ ফ্রি থিমেই কন্টাক পেজ থাকে না। আপনি খুব সহজেই এই ফ্রি প্লাগিনটার সাহায্যে কন্টাক পেজ তৈরী করতে পারবেন। এইটা সহজেই ইন্সটল এবং কনফিগার করা যায়
. শেয়ারবার
এস... এর ক্ষেত্রে সোশ্যাল শেয়ারিং অনেক গুরুত্বপূর্ন। সোশ্যাল শেয়ারিং এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্লগে অনেক পরিমাণ ভিজিটর পেতে পারেন। এই জন্য শেয়ারবার প্লাগিনটা অনেক কার্যকরী। এটি ইউজার ফ্রেন্ডলী এবং ব্লগ পোষ্টকে অনেক সহজেই শেয়ার করতে সাহায্য করে
. লিমিট লগ ইন এটেম্পটস
ওয়ার্ডপ্রেস ব্লগের সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ন বিষয় যা ওয়ার্ডপ্রেস ইন্সটল দেওয়ার পর-পরই আপনাকে নিশ্চিত করতে হবে। ব্লগের সিকিউরিটির জন্য অনেক বিভিন্ন প্লাগিন ব্যবহার করে থাকেন, অনেকে আবার ম্যানুয়ালি কোডিং করে থাকেন। লিমিট লগ ইন এটেম্পটস একটি চমৎকার প্লাগিন যা দিয়ে আপনার ব্লগকে হ্যাকিং থেকে নিরাপদ রাখতে সাহায্য করবে
. ডব্লিউপি-ডিবি ব্যাকআপ
ডব্লিউপি-ডিবি ব্যাকআপ একটি প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগিন যা দিয়ে আপনি সহজেই আপনার ব্লগের নিয়মিত ডাটাবেস ব্যাকআপ রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় যে হ্যাকিং বা সার্ভার এর কারনে সাইট এর ডাটাবেস নষ্ট হতে পারে। তাই সাইট এর নিয়মিত ব্যাকআপ রাখা অত্যান্ত গুরুত্বপূর্ন
. গুগল অ্যানালাইটিকস
ব্লগের ভিজিটর বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ব্লগের ভিজিটরের পরিসংখ্যান পর্যবেক্ষণ করতে হবে। এর জন্য গুগল গুগল অ্যানালাইটিকস হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী এবং জনপ্রিয়। গুগল অ্যানালাইটিকস প্লাগিনটি আপনার ব্লগে ইন্সটল দিন এবং গুগল অ্যানালাইটিকস একাউন্ট থেকে আপনার সাইট এর কোড এনে কনফিগার করে নিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন